News & Events

স্ত্রীর সঙ্গে ডিভোর্স হওয়ায় ৫০ লিটার দুধ দিয়ে গোসল করলেন সাইপ্রাস ফেরত বদিউজ্জামান শিকদার নামে এক প্রবাসী। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।

শুক্রবার বিকালে উপজেলার চুমুরদি ইউনিয়নের পূর্ব সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে উৎসুক শত মানুষের সামনে তিনি এ কাণ্ড ঘটান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ বছর আগে পূর্ব সদরদী এলাকার মৃত বারেক শিকদারের পুত্র সাইপ্রাস প্রবাসী বদিউজ্জামানের সঙ্গে পার্শ্ববর্তী ঘারুয়া গ্রামের সোমা আক্তারের পারিবারিকভাবে বিবাহ হয়। পরবর্তীতে দীর্ঘ দিন ধরে দাম্পত্য কলহের পর স্ত্রী ডিভোর্স দেন বদিউজ্জামান। তাদের সংসারে ২টি ছেলেমেয়ে রয়েছে।

এ ঘটনার পর তিনি ৫০ লিটার দুধ দিয়ে গোসল করেন। ঘটনাটিতে এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এই বিষয়ে বদিউজ্জামান জানান, আমার সাথে ১৭ বছর আগে পারিবারিকভাবে সোমা আক্তারের বিবাহ হওয়ার পর থেকেই দাম্পত্য কলহ-বিবাদ চলে আসছিল। তিনি পরকীয়ায় আসক্ত থাকায় এর আগে একবার ডিভোর্স হয় পরবর্তীতে আবার আমি পারিবারিক পরিস্থিতির জন্য মেনে নিয়ে বিবাহ করি। এবার তাকে অনেক অনুরোধ করার পরেও তিনি ডিভোর্স চাইলে আজই স্থানীয় কাজীর মাধ্যমে ডিভোর্স হয়ে যায়। এরপর আমার সন্তান ও স্থানীয় ভাইয়েরা বলে দুধ দিয়ে গোসল করতে।

এই বিষয়ে সোমা আক্তারের যোগাযোগ করা সম্ভব হয়নি বলে তার বক্তব্য পাওয়া যায়নি।

একুশে টিভি ১২ এপ্রিল খবর

মার্চে সর্বাধিক রেমিট্যান্স এলো যেসব দেশ থেকে

সদ্যবিদায়ী মার্চ মাসে দেশে এসেছে রেকর্ড ৩২৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ কয়েকটি দেশ।

এতে বলা হয়, মার্চে যুক্তরাষ্ট্রের প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৫৪ কোটি ৬১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। এছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মালয়েশিয়া, ওমান, কুয়েত, ইতালি, কাতার ও সিঙ্গাপুর।

দ্বিতীয় সর্বোচ্চ ৫০ কোটি ৮৩ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে আরব আমিরাত থেকে। আর সৌদি আরব, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ওমান, কুয়েত, ইতালি, কাতার ও সিঙ্গাপুর থেকে মার্চে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ৪৪ কোটি ৮৪ লাখ ৩০ হাজার, ৩৮ কোটি ৭১ লাখ ৯০ হাজার, ২৯ কোটি ৯ লাখ ১০ হাজার, ১৮ কোটি ৬৪ লাখ ৮০ হাজার, ১৮ কোটি ৪৬ লাখ ৯০ হাজার, ১৫ কোটি ৬১ লাখ ৭০ হাজার, ১১ কোটি ৭১ লাখ ৬০ হাজার ও ৯ কোটি ৫১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

 মার্চে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৬০ কোটি ৭৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৯৫ কোটি ৪ লাখ ডলার, সিলেট বিভাগে ২৯ কোটি ৮৭ লাখ ডলার, খুলনা বিভাগে ১৩ কোটি ৩২ লাখ ডলার, বরিশাল বিভাগে ৯ কোটি ৫৬ লাখ ডলার, রাজশাহী বিভাগে ৯ কোটি ৬৯ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ৬ কোটি ৪৫ লাখ ডলার ও রংপুর বিভাগে ৪ কোটি ৮৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

 এদিকে মার্চে দেশে এসেছে ৩২৯ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৪০ হাজার ২০৬ কোটি টাকা।

 এর আগে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স (প্রায় ২৬৪ কোটি ডলার) এসেছিল গত ডিসেম্বরে। আর দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল গত ফেব্রুয়ারিতে (প্রায় ২৫৩ কোটি ডলার)।

সংশ্লিষ্টরা বলছেন, গত মাসে ঈদুল ফিতর উপলক্ষে দেশে আত্মীয়-স্বজনদের কাছে বিপুল পরিমাণে অর্থ পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এতে বেড়েছে দেশের রেমিট্যান্স প্রবাহ।

 গত জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার।

 আর সদ্য বিদায়ী ২০২৪ সালে দেশে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার। এর মধ্যে গত বছরের জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ ৬০ হাজার, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার, মে মাসে ২২৫ কোটি ৪৯ লাখ ৩০ হাজার, জুনে ২৫৩ কোটি ৮৬ লাখ, জুলাইতে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ৮ হাজার, নভেম্বরে ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার ও ডিসেম্বরে এসেছে ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

Reference: সময় নিউজ ১০ এপ্রিল 

এখন থেকে প্রবাসীরা জন্মনিবন্ধন দিয়েই পাসপোর্ট ইস্যু/রি-ইস্যু ও তথ্য সংশোধন করতে পারবেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সংক্রান্ত একটি চিঠি পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে জানানো হয়, সুরক্ষা সেবা বিভাগ হতে সূত্রস্থ স্মারকে জারিকৃত পরিপত্রের ১ (ঘ) অনুচ্ছেদ নিম্নরূপভাবে সংশোধন করা হলো। ‘জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতে তথ্য সংশোধনপূর্বক বিদেশে পাসপোর্ট ইস্যু/রি-ইস্যুর আবেদনসমূহ নিষ্পত্তিকরণের ক্ষেত্রে আবেদনকারীর বয়স সংশোধনের ক্ষেত্রে সর্বোচ্চ ৮ বছরের ব্যবধান পর্যন্ত বিবেচনা করা যেতে পারে।’ পরিপত্রে উল্লিখিত অন্যান্য নির্দেশনাবলি অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়।

বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের আগের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা জন্ম নিবন্ধন সনদের সঙ্গে যদি আবেদনকারীর নামসহ অন্যান্য তথ্য না মিলে সেক্ষেত্রে ই-পাসপোর্টের আবেদনপত্র গ্রহণ করা হতো না। এনআইডি বা জন্মনিবন্ধন সনদের সঙ্গে ই-পাসপোর্ট আবেদনকারীর নামের বানানসহ সব তথ্য অভিন্ন থাকতে হবে। তথ্যে মিল না থাকলে আবেদন গ্রহণ করা হতো না। সেক্ষেত্রে তথ্য ভিন্ন ভিন্ন হলে সংশোধন করে ই-পাসপোর্টের জন্য আবেদন করতে হতো।

পাসপোর্ট অধিদপ্তরের দায়িত্বশীল এক কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, পাসপোর্ট করতে হলে এনআইডি জমা দিতে হয়। পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে এনআইডির সার্ভার সংযুক্ত। যদি আবেদনকারীর নাম, বাবা-মায়ের নাম, স্থায়ী ঠিকানা জাতীয় পরিচয়পত্রের সঙ্গে অমিল থাকে তাহলে ওই পাসপোর্ট আর ইস্যু হয় না। আগে এ ধরনের সমস্যা হলে পাসপোর্ট অফিসে গিয়ে উপযুক্ত সার্টিফিকেট দেখিয়ে নাম সংশোধন করানো যেতো। তবে এখন থেকে প্রবাসীরা শুধু জন্মসনদ দিয়ে পাসপোর্টের আবেদন এবং সংশোধন করতে পারবে।

ঢাকা পোস্ট ০৬/০৩/২০২৫

এসআর/এমএ

আকামা নবায়ন করার জন্য পাসপোর্টের মেয়াদ ন্যূনতম এক বছর থাকা অবস্থায় ই-পাসপোর্টের জন্য আবেদন না করার অনুরোধ করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সম্প্রতি দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েত শ্রম আইন অনুযায়ী আকামা শেষ হওয়ার তারিখের পরবর্তী এক বছরের মেয়াদ পাসপোর্টে বলবৎ থাকলে আকামা নবায়ন করা যায়। কিন্তু ইদানীং দেখা যাচ্ছে যে, পাসপোর্টের মেয়াদ ১ বছরের অধিক থাকা সত্ত্বেও অনেকে অনলাইনে ই-পাসপোর্টের জন্য আবেদন করছেন। এর ফলে বর্তমানে অনলাইনে প্রত্যাশিত সংখ্যার তুলনায় অনেক বেশি সংখ্যক ই-পাসপোর্ট আবেদন পাওয়া যাচ্ছে। যা দূতাবাসের সেবা প্রদানের সক্ষমতার তুলনায় অনেক বেশি। এই অবস্থায় আকামা নবায়ন করার জন্য ন্যূনতম ১ বছর পাসপোর্টের মেয়াদ নেই এমন প্রবাসীরা প্রয়োজনীয় সময়ের মধ্যে অনলাইনে পাসপোর্টের আবেদন জমা দেওয়ার সিরিয়াল পাচ্ছেন না।

এই পরিস্থিতিতে যেসব ব্যক্তির আকামা নবায়ন করার জন্য পাসপোর্ট তৈরি বা নবায়ন করা জরুরি, তাদের পাসপোর্ট তৈরি বা নবায়ন করার জন্য অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনে এক বছর আকামা নবায়ন করার মতো মেয়াদ পাসপোর্টে আছে এরূপ প্রবাসী বাংলাদেশি নাগরিকগণকে ই-পাসপোর্টের জন্য আবেদন না করার জন্য অনুরোধ করা হলো।

ঢাকা পোস্ট ০৮/০৩/২০২৫

সাদেক রিপন/এমএ

২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভুক্ত দেশগুলোতে আশ্রয় চেয়ে আবেদন করেছেন বাংলাদেশের প্রায় ৪৩ হাজার ২৩৬ নাগরিক। তবে সাড়া মিলেছে মাত্র ৩ দশমিক ৯ শতাংশ। আজ সোমবার ইউরোপের আশ্রয় সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম (ইইউএএ) প্রকাশিত এক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।

ইইউ ভুক্ত দেশগুলোতে আশ্রয়ের জন্য যে পরিমাণ বাংলাদেশি আবেদন করেছেন, সে হিসাবে আশ্রয় চাওয়া দেশের তালিকায় বাংলাদেশ আছে ছয় নম্বরে। বাংলাদেশিদের করা ৯৬ শতাংশেরও বেশি আবেদন প্রত্যাখ্যাত হয়েছে।

পরিসংখ্যানের তথ্যানুযায়ী, ২০২৪ সালে পাওয়া আবেদনের প্রায় অর্ধেকই (৪৮ শতাংশ) ছিল এমন সব নাগরিকদের যাদের স্বীকৃতির হার কম ২০ শতাংশের কম। এই গোষ্ঠীর মধ্যে বাংলাদেশ, মরক্কো এবং তিউনিসিয়ার নাগরিকরা অন্তর্ভুক্ত।

ইউএএ বলছে, ২৩ হাজার ৩ জন বাংলাদেশি আশ্রয়ের আবেদন করেছেন গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত। আর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আবেদন জমা পড়েছে ২০ হাজার ২৩৩ বাংলাদেশির। আগের বছরের তুলনায় গত বছর বাংলাদেশিদের আবেদন ৭ দশমিক ২ শতাংশ বেড়েছে।

খবর: ৩ মার্চ ইন্ডিপেনডেন্ট